অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

 

অস্বাস্থ্যকর ঢাকার বাতাস evZv‡m ïay a~jv Avi a~jv

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছুদিন ধরেই বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। সেই ধারাবাহিকতায় আজ রবিবার সকালেও ঢাকার বাতাসখুব অস্বাস্থ্যকরঅবস্থায় রয়েছে। 



রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। একই সময়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ৩২০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মঙ্গোলিয়ার শহরউলানবাটর নাগরিকদের জন্য বাতাসের এই মানওঝুঁকিপূর্ণহিসেবে বিবেচনা করা হয়।   ছাড়া ২৮২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের শহরকলকাতা নাগরিকদের জন্য বাতাসের এই মানওখুব অস্বাস্থ্যকরহিসেবে বিবেচনা করা হয়। 

এদিকে ২৪৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে রাজধানীঢাকা নাগরিকদের জন্য বাতাসের এই মানও খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।



একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকেঅস্বাস্থ্যকরবায়ু বলে মনে করা হয়।
 
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকেখুব অস্বাস্থ্যকরবলা হয়। অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআইঝুঁকিপূর্ণবলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

1122

Post a Comment

Previous Post Next Post